বৈঠক বাতিল হওয়ায় নিজের দেশেই প্রবল সমালোচনার মুখে ইমরান
কলকাতা টাইমসঃ
ভারতের সঙ্গে বৈঠক বাতিল হওয়ায় নিজ দেশেই সমালোচিত হচ্ছেন ইমরান খানের সরকারের। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের পদক্ষেপকে সমালোচনা করছে সে দেশের বিরোধী দলগুলি।
দেশটির অন্যতম বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-র প্রধান শেহবাজ নওয়াজ বলেন, ক্ষমতায় আসার পরই এত তাড়াহুড়া করে ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপনের কী দরকার ছিল? ভারতের কাছে পৌঁছাতে ইমরান সরকার যে প্রস্তুতি নিয়েছিল তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে জানান শেহবাজ। পিএমএল (এন)-র পাশাপাশি পাকিস্তান পিপলস পার্টিকে সমালোচনা করতে দেখা গেছে। ভারতের সমালোচনা করে শেহবাজ বলেন, পাকিস্তানের শান্তি স্থাপনের উদ্যোগকে দুর্বলতা ভাবলে ভুল করবে ভারত।
উল্লেখ্য, আগামী সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ সভার ফাঁকে ভারত এবং পাকিস্তানের দুই পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ ও শাহ মেহমুদ কুরেশির বৈঠক হওয়ার কথা ছিল। এই প্রসঙ্গে পাক প্রধানমন্ত্রী ইমরান খান চিঠি দিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছিলেন। চিঠির ইতিবাচক সাড়াও মিলেছিল ভারতের পক্ষ থেকে। তবে, ২৪ ঘণ্টা না কাটতেই সেই বৈঠক বাতিল করা হয়।