January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

পারভেজ মোশারফকে সমর্থন করার পরেও জেল খাটতে হয়েছে ইমরানকে

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

১৯৯৬ সালে ইমরান খান গঠন করেন তার রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ। ১৯৯৭ সালে তিনি নির্বাচনে দুটি কেন্দ্র থেকে দাঁড়ালেও দুটিতেই হেরেছিলেন। তবে ১৯৯৯ সালের তিনি পারভেজ মোশাররফের সামরিক অভুত্থানকে সমর্থন করেন এই আশায় যে দেশ থেকে দুর্নীতির অবসান ঘটবে। ২০০২ সালে নির্বাচনে তিনি জেতেন।

এদিকে, ২০০৭ সালে ২ অক্টোবর তিনি আরও ৮৫ জন সাংসদের সঙ্গে পদত্যাগ করেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের বিরোধিতা করে কারণ সেবার সেনাপ্রধান পদ থেকে পদত্যাগ না করেই নির্বাচনে লড়ছিলেন পারভেজ মোশাররফ। এরপর রাষ্ট্রপতি হয়ে মোশাররফ জরুরি অবস্থা জারি করে ইমরানকে গৃহবন্দী করেন। ওই সময় কিছুদিন তাকে হাজতবাসও করতে হয়। ২০১৩ সালে পাকিস্তানের নির্বাচনে তার দল দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে উঠে আসে। ২০১৮ সালে ক্ষমতা দখল।

Related Posts

Leave a Reply