‘দায়িত্ব নিয়ে পাকিস্তান ক্রিকেটের ধ্বংস করছে ইমরান’ -মিয়াঁদাদ
কলকাতা টাইমসঃ
ক্ষমতায় এসে পাকিস্তান ক্রিকেটের ধ্বংসলীলা চালাচ্ছেন ইমরান খান। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন প্রাক্তন পাকিস্তান ক্রিকেট দল এবং ইমরান খানের অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। দেশের এই দুর্বিসহ অবস্থা আটকাতে প্রয়োজনে রাজনীতির ময়দানেও প্রাক্তন সতীর্থকে চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন পাকিস্তানের এই দাপুটে ব্যাটসম্যান।
গতকাল অর্থাৎ বুধবার এক ইউটিউব বার্তায় মিয়াঁদাদ ইমরানকে উদ্যেশ্য করে বলেন, খেলার মাঠে আমি তোমার অধিনায়ক ছিলাম। আমি তোমাকে সবসময় পরিচালনা করেছি। আর এখন তুমি নিজেকে ভগবান মনে করছো। মিয়াঁদাদ জানান, ‘এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্বে থাকা লোকেদের ক্রিকেটের প্রাথমিক জ্ঞানটুকুও নেই। ইমরান নিজেই দায়িত্ব নিয়ে এই সমস্ত ব্যক্তিদের পিসিবিতে জায়গা করে দিয়েছেন। পাকিস্তান ক্রিকেটের জন্য যা ভয়ংকর ক্ষতিকর।