ইমরান খানকে ৪৮ ঘন্টার ভয়াবহ আল্টিমেটাম !
কোলকাতা টাইমসঃ
ইমরান বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। ইমরান খান ও তার সরকারকে উৎখাতের লক্ষ নিয়ে ইসলামাবাদে আছড়ে পড়েছে লাখো মানুষের ভিড়। অবশেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, ২০১৮ সালে ভোটে ব্যাপক কারচুপির করে ক্ষমতায় এসেছেন ইমরান খান। এমন সরকারের ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই।
ইমরান খানকে উৎখাতের লক্ষ নিয়ে গত বুধবার লাহোর থেকে শুরু হয় ‘আজাদি মার্চ’। নেতৃত্বে রয়েছেন জামাতে উলামায়ে ইসলাম পার্টির প্রধান মাওলানা ফজলুর রহমান। আজাদি মার্চের মিছিলে শামিল হয় পাকিস্তান পিপল’স পার্টি এবং আওয়ামি ন্যাশনাল পার্টির নেতারা।