‘প্রধানমন্ত্রী’ ক্ষত না শুকোতেই হার বিক্রির ঘা-এ জেরবার ইমরান
পাকিস্তানের আইন অনুযায়ী, বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে রাষ্ট্রের কর্মচারীরা যদি কোনও উপহার পান, তাহলে সেই উপহার সামগ্রী রাষ্ট্রীয় উপহার ভান্ডারে জমা দিতে হবে। যদি তারা সেই উপহার তোশাখানায় জমা না দেন অথবা উপহারের অন্তত অর্ধেক দামের সমপরিমাণ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে না দেন, তবে সেটা বেআইনি বলেই গণ্য হবে।
সেই হিসেবে হার বা তার মূল্য কোষাগারে জমা না দিয়ে আইন ভেঙেছেন ইমরান। আর সেই অভিযোগেই ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এফআইএ।
যদিও এ বিষয়ে ইমরান খান বা তার দল তেহরিক-ই-ইনসাফের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি, কোনও মন্তব্যও আসেনি।