‘পাক সেনা ঘাঁটি আমেরিকার জন্য নয়’, সাফ জানালেন ইমরান
কলকাতা টাইমস :
পাকিস্তানের কোনো সেনা ঘাঁটি আমেরিকাকে ব্যবহার করতে দিতে চান না ইমরান খান। এক সাক্ষাতকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী এ কথা জানিয়েছেন।
ইমরান খান বলেছেন, আফগানিস্তানের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নিতে পাকিস্তানের কোনো সেনা ঘাঁটি বা যে কোনো এলাকা ব্যবহারের ব্যাপারে আমেরিকাকে অনুমতি দেওয়া হবে না।
ইমরান খান আরো বলেন, আমাদের কোনো ঘাঁটি বা পাকিস্তানের কোনো এলাকা ব্যবহার করে আফগানিস্তানের বিরুদ্ধে যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণে আমেরিকাই অনুমতি দেব না। এটা কোনোভাবেই আমরা দেব না।
এইচবিও’র সাংবাদিকের সঙ্গে এসব কথা বলেছেন ইমরান। জানা গেছে, আজ রবিবার ইমরান খানের ওই সাক্ষাতকার সম্প্রচার করা হবে।
আফগানিস্তানে সন্ত্রাসবাদবিরোধী অভিযানের জন্য যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়ার সম্ভাবনার বিষয়টি আগেই নাকচ করে দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেসি। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী বিষয়টি স্পষ্ট করলেন।