৪ বার অর্থমন্ত্রী বদল করেও নাস্তানাবুদ ইমরান খান
কলকাতা টাইমসঃ
চার চার’বার অর্থমন্ত্রী বদল করে প্রবল সমালোচনার মুখে পাক প্রধানমন্ত্রী ইমরান খান। দেশের ধুকতে থাকা আর্থিক অবস্থা নিয়ে রীতিমতন নাস্তানাবুদ প্রতিবেশী দেশের এই রাষ্ট্রপ্রধান। ২০১৮ সালের শেষ থেকে ইতিমধ্যেই বার ছয়েক মন্ত্রিসভায় রদবদল ঘটিয়েছেন ইমরান খান। এর মধ্যে কেবল অর্থমন্ত্রীই বদল হয়েছে মোট চারবার।
প্রসঙ্গত, গত ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত পাকিস্তানের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা শওকত তারিয়েনকে সম্প্রতি অর্থমন্ত্রীর পদে নিয়োগ করা হয়েছে। এই ঘটনার পরই ইমরানের সমালোচনায় মুখর হয়েছে সেদেশের বিরোধী দলগুলি। তাদের দাবি এই ঘটনাই প্রমান করে, প্রধানমন্ত্রী হিসেবে ইমরান কতটা ব্যর্থ।