November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

নওয়াজ শরিফকে মীরজাফর ঠাওরালেন ইমরান খান  

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

মুম্বাই হামলায় পাকিস্তানি জঙ্গিদের জড়িত থাকার প্রসঙ্গ তুলে এখন বিরোধীদের নিশানায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। দেশকে কাঠগড়ায় তোলায় তাকে মীর জাফর বলতেও ছাড়লেন না তেহরিক-ই-ইনসাফ পার্টি প্রধান ইমরান খান।

পাকিস্তানের বিশিষ্ট সংবাদ পত্র দ্যা ডন-কে দেওয়া এক সাক্ষাতকারে মুম্বাই হামলার প্রসঙ্গ টেনে আনেন শরিফ। প্রাক্তন এই পাক প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তানের মাটিতে জঙ্গিরা সক্রিয়। ওদের নন স্টেট অ্যাক্টর বলা হচ্ছে। কিন্তু সীমান্ত পেরিয়ে মুম্বাইয়ে ঢুকে ওদেরকে কি আমরা ১৫০ জন মানুষকে খুন করার অনুমতি দিতে পারি? কেন আমরা ওদের বিচার এখনও শেষ করতে পারছি না?’ পাকিস্তানে রাজনীতিবিদদের ওপরে জঙ্গিদের চাপ প্রসঙ্গে বলতে গিয়ে নওয়াজ শরিফ বলেন, ওই চাপ কাটিয়ে ওঠার লক্ষ্যেই আমরা কাজ করছি।

শরিফের সেই মন্তব্যকে লুফে নিয়েছেন ইমরান খান। রবিবার ট্যুইট করে শরিফকে তুলোধুনো করেন তিনি। তিনি লিখেছেন, ‘নওয়াজ শরিফ হলেন আজকের দিনের মীর জাফর। নিজের আখের গোছানোর জন্য উনি ব্রিটিশদের সঙ্গে গাঁটছড়া বেঁধে দেশকে বিক্রি করার পরিকল্পনা করেছিলেন। ছেলের কোম্পানিতে গচ্ছিত ৩০০ বিলিয়ন টাকা বাঁচানোর জন্য উনি এখন মোদির ভাষায় কথা বলছেন।’

 

Related Posts

Leave a Reply