পাকিস্তান আজ ম্যাচ জিতলেই ফাইনালে আবুধাবিতে দেখা যাবে ইমরান খানকে
কলকাতা টাইমসঃ
পাকিস্তান আজ ম্যাচ জিতলেই ফাইনালে আবুধাবির গেলারিতে দেখা যাবে ইমরান খানকে! পাক প্রশাসনের সাম্প্রতিক ঘোষণায় তেমনই ইঙ্গিত মিলেছে বলে খবর। প্রসঙ্গত, আজই টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে পাকিস্তান।
আজ রাতের এই ম্যাচ জিতে গেলেই পাক প্রধানমন্ত্রী ইমরান খান ফাইনাল ম্যাচ দেখতে দুবাই যাবেন বলে জানা যাচ্ছে। এরই মধ্যে পাক প্রধানমন্ত্রীর দফতর ইমরানের দুবাই সফরের সময়সূচী ঘোষণা করেছে। ওই সফরে ইমরান খানের সঙ্গে থাকবেন সেদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী।