February 22, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

  ইমরান খানের ভাগ্য এখন পাকিস্তানী সেনার হাতে  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

মরান খানের ভাগ্য এখন পাকিস্তানী সেনার হাতে দোদুল্যমান। সেনার দাক্ষিণ্য বন্ধ হলেই ইমরান সরকারের পতন নিশ্চিৎ। সেদেশে সরকার বিরোধী আন্দোলনে পথে নেমেছে লক্ষ লক্ষ মানুষ। আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান। আন্দোলনের তীব্রতায় বেশ কিছুদিন ধরে স্তব্ধ ইসলামাবাদ।

অন্যদিকে জল মাপছে পাকিস্তানী সেনাবাহিনীর কর্তারা। মুখে ইমরান খানকে সমর্থনের কথা বললেও, লাখও মানুষের প্রতিরোধের সামনে রাজপথ রক্তাক্ত করতে চায় না তারা। তাই মেপে পা ফেলার রাস্তাতেই যে সেনা কর্তারা হাঁটবেন, সেকথা বলাই বাহুল্য। অন্যদিকে এই আন্দোলনের মধ্যে দিয়ে পাকিস্তানের প্রধান বিরোধী মুখ হিসেবে উঠে এলেন মাওলানা ফজলুর রহমান। গোটা ঘটনার ওপর তীক্ষ্ণ নজর রেখে চলেছে বাকি বিশ্ব।

Related Posts

Leave a Reply