ভারতের কোনো পাড়ার ঘটনাতেও নাক গলাবেন ইমরান !

কলকাতা টাইমসঃ
যা পরিস্থিতি, তাতে এরপর আপনার পাড়ার কোনো ঘটনা নিয়েও হয়তো মন্তব্য করতে দেখা যাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে! কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর থেকে ইমরান খানের আচরণ তেমনটাই ইঙ্গিত করছে। কাশ্মীর নিয়ে নানান আলটপকা মন্তব্যের পর এবার আসাম নিয়েও মন্তব্য করে বসলেন তিনি।
আসামে প্রকাশ করা হয়েছে চূড়ান্ত নাগরিকত্ব তালিকা বা ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেন লিস্ট। তালিকা থেকে বাদ পড়েছেন প্রায় ১৯ লাখ ভিনদেশি। একই সঙ্গে তালিকাভুক্ত হয়েছেন প্রায় ৩ কোটি মানুষ। এই তালিকা প্রকাশের পর একটি টুইট করেন ইমরান। তিনি বলেন, ভারত এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে খবর আসছে মোদি সরকার কীভাবে মুসলিম সম্প্রদায়কে জাতিগতভাবে নির্মূল করতেসচেষ্ট হয়েছে।