November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

ইমরানের বর্ণময় ক্রিকেট জীবন

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ইমরান যার পুরো নাম ইমরান খান নিয়াজি। খেলোয়াড়ি জীবন শেষে এখন যিনি পাকিস্তান রাজনীতির সর্বোচ্চ মসনদে। বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার তিনি। ১৯৯২ সালের বিশ্বকাপের শেষে তারই হাতে উঠে এসেছিল বিশ্বকাপ। সেদিন পাকিস্তানের মানুষকে ক্রিকেটে বিশ্বজয়ের আনন্দ তিনিই দিতে পেরেছিলেন। শেষপর্যন্ত ক্রিকেটের মূলধনকে রাজনীতিতে রূপান্তর করতে সক্ষম হয়েছেন অক্সফোর্ডের এই প্রাক্তনী।

১৯৫২ সালের ৫ অক্টোবর লাহোরে জন্ম। এক সিভিল ইঞ্জিনিয়ার ইক্রামূল্লা খান নিয়াজি এবং শৌকত খানুমের ছেলে ইমরান। লাজুক এই ছেলেটি বড় হতে থাকে তার চার দিদির সঙ্গে। লাহোরের এচিসন কলেজে পড়াশুনা। পরে ১৯৭৫ সালে অক্সফোর্ডে থেকে স্নাতক হন তিনি। ১৯৭১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেট অভিষেক। তার তিন বছর বাদে অবশ্য একদিনের আন্তর্জাতিক ম্যাচে অংশ নেওয়া। ১৯৮২ সালে পাকিস্তানের ক্যাপ্টেন হন। ৮৮টি টেস্ট খেলে তার ঝুলিতে রয়েছে ৩৬২টি ইউকেট ৩৮০৭ রান।

অন্যদিকে, ১৭৫টি একদিনের ম্যাচ খেলে তিনি রান ৩৭০২ রান করেন এবং ১৮২টি উইকেট পান। তার ক্যাপ্টেন্সিতে ৪৮টি টেস্টে পাকিস্তান ১৪টি জেতে এবং ৮টিতে পরাজিত হয়েছিল।

Related Posts

Leave a Reply