January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ইমরানের চতুর্থ ঘরণীর প্রস্তুতি ? 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

র্তমানে তৃতীয় স্ত্রী তার ঘরে। তবুও তাকে নিয়ে মহিলাদের এতো কৌতূহল। তেমনটাই প্রসংসার সুর দেখা গেল পাক প্রধানমন্রী ইমরান সম্পর্কে এক উচ্চপদস্থ মন্ত্রীর কথায়। তাহলে কি চতুর্থ ঘরণীর প্রস্তুতি ? পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের হাসিতে ফেঁসেছেন দেশটির জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী জারতাজ গুল ওয়াজির।

এক ভিডিও সাক্ষাৎকারে গুল ওয়াজির বলেন, ‘ওর (ইমরান খান) হাসি, ওর শরীরী ভঙিমা যেকোনো নারীর ঘুম কেড়ে নেয়ার পক্ষে যথেষ্ট। ওর মতো এভাবে কেউ হাসতে পারে না। কোনো গম্ভীর আলোচনাও হালকা হয়ে যায় উনি একবার হাসলেই। গুরুতর সমস্যাও আর সমস্যা থাকে না যখন ইমরান বিষয়টি নিজের হাতে তুলে নেন। ইমরান খান কোনো বৈঠকে বসলে তাকে দেখতে দেখতেই আমার সময় কখন কেটে যায়, টেরই পাই না।’

Related Posts

Leave a Reply