ইমরানের বিবাহিত জীবন
কলকাতা টাইমসঃ
ইমরানের ব্যক্তিগত জীবন নিয়ে মাঝে মাঝেই বিতর্ক তৈরী হয়েছে। তার প্লে-বয় ইমেজ নিয়ে নানা রটনা। ১৯৯৫ সালে তার সঙ্গে জেমিমা গোল্ডস্মিথেব বিয়ে হলেও ২০০৪ সালে তাদের ডিভোর্স হয়ে যায়।
এরপর ফের ২০১৫ সালে পাকিস্তানি সাংবাদিক রেহাম খানের সঙ্গে পরিণয় হলেও সে বিয়েও টিকেনি বেশি দিন ওই বছরেই ছাড়াছাড়ি হয়ে যায়। এরপরে আবারও ইমরানের নতুন সম্পর্ক গড়ে ওঠে এবং বিয়ে হয় তার আধ্যাত্মিক উপদেষ্টা বুশা মানিকার।