১৫ দিনেই হলিউডে “আনপ্রফেশনাল” আখ্যা পেয়েছিলেন মল্লিকা শেরাওয়াত
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
আ লিটল হেভেন ইন মি’ শিরোনামের একটি ইংলিশ ছবিতে মূল চরিত্রের কাজ শুরু করেছিলেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। ছবিটির মূল বিষয় হলো ভারতীয় মেয়েদের সংগ্রামী শক্তি। এজন্য অবশ্য নায়িকা হিসেবে পরিচালকের প্রথম পছন্দই ছিলেন মল্লিকা। কিন্তু মল্লিকার আলসেমির বিভিন্ন ছুতোয় শেষপর্যন্ত ধৈর্যচ্যুত হলেন পরিচালক কেশ্যাব প্যানেরিয়া। মল্লিকাকে আনপ্রফেশনাল বললেন তিনি। আজকে ঘুম পাচ্ছে, শ্যুটিং প্যাকআপ। আজকে খুব গরম, শ্যুটিং প্যাকআপ। প্রথম প্রথম মল্লিকা শেরাওয়াতের নানা রকম বাহানা মুখ বুজে সহ্য করেছেন হলিউড ছবির পরিচালক কেশ্যাব প্যানেরিয়া, তবে প্রায় পনেরো দিন শ্যুটিং পর্ব শেষ হওয়ার পর আর সহ্য না করতে পেরে মল্লিকাকে সোজা সাপটা জানিয়ে দিলেন ছবিতে তাঁকে আর দরকার নেই। কেশ্যাব প্যানেরিয়া এ প্রসঙ্গে বলেন, ছবিতে আমরা ভারতীয় মেয়েদের সংগ্রামী শক্তি ও চেতনার ইতিবাচক দিকটি দেখাতে চেয়েছি। কিন্তু মল্লিকার প্রকাশ্য আচরণ এই চরিত্রের সাথে বেমানান। মল্লিকার পরিবর্তে এই ছবির প্রধান চরিত্রে প্রজ্ঞা জশালকে দেখা যাবে বলেও জানালেন কেশ্যাব।