লকডাউনের ৫ মাসেই ১০০ কোটি ডলারের গন্ডি ছুঁলেন ভারতের ১৫ জন ব্যবসায়ী !
কলকাতা টাইমসঃ
৪০ বছরের ইতিহাসে সবচেয়ে নিচে রয়েছে ভারতীয় জিডিপি। ইতিমধ্যেই কর্মহীন হায়েছেন প্রায় ৪১ লক্ষ ভারতীয়। সবমিলিয়ে করোনা মহামারীর ঠেলায় ত্রাহি ত্রাহি রব বিশ্বজুড়ে। কিন্তু এই পরিস্থিতিতেও ভারতের অন্তত ১৫ জন ব্যবসায়ী মাত্র ৫ মাসে নিজেদের সম্পদের পরিমান নিয়ে গেলেন ১০০ কোটি ডলারের চিলেকোঠায়।
‘ফোর্বস’ ম্যাগাজিনের ‘বিলিওনিয়ার’ তালিকায় মোট ১১৭ জন ভারতীয়ের নাম রয়েছে। মার্চ মাসে সংখ্যাটা ছিল ১০২। অর্থাৎ করোনাকালে নিজেদের সম্পদের পরিমান বিপুল পরিমানে বাড়িয়ে নিয়েছেন মোট ১৫ জন ভারতীয় ব্যবসায়ী। জানা যাচ্ছে এই ১১৭ জন ভারতীয়ের মোট সম্পদের পরিমাণ প্রায় ৩০ হাজার কোটি ডলার।