কলকাতা টাইমস :
ক্যান্সার বড়ই মারাত্মক রোগ। নিস্তারের পথ যেমনই কঠিন, তেমনই খরচসাপেক্ষ। অভিশপ্ত এই রোগের কবলে পড়লে ফিরে আসার পথ প্রায় চলেই যায়। তার চেয়েও মারাত্মক বিষয় হল, ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি এর কোনও উপসর্গই ঠাহর করতে পারে না। ধরা পড়ে রুটিন চেকআপে, কিংবা শেষ প্রহরে, যখন আর করার কিছু থাকে না। তাই বলি, অবহেলা নয়। শরীরে সামান্যতম অস্বস্তি দেখা দিলে তৎক্ষণাৎ যাচাই করে নিন। ফেলে রাখবেন না। তার আগে জেনে নিন ক্যান্সারের কিছু প্রাথমিক লক্ষণ –
হঠাৎ ওজন কমে যাওয়া।
প্রস্রাবে সমস্যা।
প্রস্রাবের সময় রক্ত বেরনো। সারাক্ষণ বমিভাব।
অনেকদিনের টানা কাশি।
শ্বাসকষ্ট।
শরীরে গজিয়ে ওঠা তিল।
আগের তিলে কোনও পরিবর্তন।
ব্যথাহীন মাংসপিণ্ড বা লাম্প।
দুটি ঋতুচক্রের মাঝে রক্তপাত।