প্রতিদিন ৯০ হাজার করোনা পরীক্ষার ব্যবস্থা শুধু বেজিংএ
কলকাতা টাইমসঃ
চিনে এবার আতংকের নাম রাজধানী বেজিং। মাত্র ৪ দিনে মোট ৭৯ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে এখানে। শহর জুড়ে শুরু হয়েছে করা লকডাউন। একই সঙ্গে মাস টেস্টিংয়ের পরিকল্পনা করেছে চীন প্রশাসন। শুধু বেজিংএই প্রতিদিন ৯০ হাজার করোনা পরীক্ষা করা হবে বলে জানা গেছে।
জানা যাচ্ছে, শহরের দক্ষিণ-পশ্চিমে শিনফাদি নামক একটি বাজার থেকে নতুন করে করোনা ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই বাজার থেকেই শহরে সবজি, ফল সহ বিভিন্ন খাবারের পাশাপাশি মাংস পর্যন্ত সরবরাহ করা হয়। ইতিমধ্যেই বাজারটি বন্ধ করে দিয়েছে প্রশাসন।