উপচে পড়েছে মর্গ: দিল্লিতে কন্টেনার বোঝাই হচ্ছে করোনায় আক্রান্তের মৃতদেহ

কলকাতা টাইমসঃ
করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুতে উপচে পড়েছে মর্গ। অগত্যা ডেডবডি সংরক্ষণের জন্য নিয়ে আসা হলো রেফ্রিজারেটেড কন্টেনার। যদিও সেই কন্টেনারের ঠাঁই হয়েছে হাসপাতের বাইরে রাস্তার ধারে। এমনই ভয়াবহ চিত্র গেলো রাজধানী দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে। এমনকি এই হাসপাতালেই দেখা গেছে ওয়ার্ডের মধ্যে বেডের ওপর রাখা রয়েছে থরে থরে ডেডবডি। তার মধ্যেই চলছে সুস্থ লোকেদের চিকিৎসা।
এখনো পর্যন্ত দিল্লিতে মোট ৩৯৮ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। যার মধ্যে ১৬২ জনই এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের পরিকাঠামো অনুযায়ী তাদের মর্গে খুব বেশি হলে ৪০বা থেকে ৫০টি দেহ সংরক্ষণ করা যেতে পারে। অগত্য মৃতদেহ রাখার জন্য আনা হলো কন্টেনার! অন্য রোগীদের কথা মাথায় রেখে দুটি কন্টেনারের ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।