বিশাল অঙ্কের বিনিময়ে আইজেটেল অধিগ্রহণ করলো পেপ্যাল !
নিউজ ডেস্কঃ
এক যুগান্তকারী অধিগ্রহনের ঘটনা ঘটলো বিশ্ব বাণিজ্যের ইতিহাসে। ২২০ কোটি মার্কিন ডলারে সুইডেনের স্টকহোমভিত্তিক অর্থবিষয়ক প্রযুক্তি স্টার্টআপ আইজেটেল অধিগ্রহণ করলো ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম পেপ্যাল। এযাবৎকালে এতো বড়ো অধিগ্রহনের ঘটনা আর দ্বিতীয়টি ঘটেনি।
ইউরোপ ও ল্যাটিন আমেরিকায় স্মার্টফোন ও অন্য আর্থিক পণ্যের মাধ্যমে লেনদেনের সুযোগ করে দেয় এ কোম্পানি। পেপ্যালের ইতিহাসে এটাই সবচেয়ে বড় মাপের অধিগ্রহণ। আইজেটেলকে অধিগ্রহণের পর পেপ্যালের শেয়ার ২ শতাংশ বেড়ে গেছে।