সামনেই জন্মদিন, মা কে তাই খোলা চিঠি জাহ্নবীর
নিউজ ডেস্কঃ
আর মাত্র তিন দিন পর, মার্চের ৭ তারিখ শ্রীদেবীর বড়মেয়ে জাহ্নবীর জন্মদিন। এই জন্মদিনে মাকে পাশে পাবেন না তিনি। আর সেই আবেগেই তাড়িত হয়ে মা শ্রীদেবীর উদ্দেশে ট্যুইটারে কলম ধরলেন জাহ্নবী। লিখলেন, শ্রীদেবীকে ছাড়া তার ও পরিবারের জীবনযাপনের কথা।
জাহ্নবী ট্যুইটারে লিখলেন, ‘আমার বুকের মাঝে অদ্ভুত শূন্যতা। আমি জানি এই শূন্যতা নিয়েই আমাকে বেঁচে থাকাটা শিখতে হবে। এটাও জানি দূর থেকে আমার দুঃখ, বেদনা, সবই তোমর নজরে থাকবে। আমি যখন চোখ বন্ধ করি, তখন শুধু তোমার সুখ-স্মৃতিই মনে পড়ে। তুমি খুব ভালো ছিলে মা। তোমার মধ্যে ভালোবাসার পূর্ণতা ছিল। এই কারণেই ঈশ্বর নিজের কাছে ডেকে নিল তোমাকে।’
জাহ্নবী আরও লেখেন, ‘আমার বন্ধুরা আমাকে সব সময় বলত, আমি খুব ভাগ্যবতী। আমি জানি এটা পুরোপুরি তোমার জন্যই। তুমি আমার আত্মার একাংশ। তুমি আমার শুধু মা নও, তুমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু। তোমাকে প্রতিদিন মিস করব, কিন্তু জানি তুমি আমার আশে-পাশেই রয়েছ। বাবা ও খুশিকে বলেছি, আসলে তুমি আমার মধ্যে রয়েছ। আই লাভ ইউ…’