February 23, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ঐতিহাসিক পরিবর্তনের সামনে বিশ্ব, বন্ধু হতে চলেছেন কিম-ট্রাম্প ! চাপে চীন 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বৈঠকের আগে দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্টের মুন জায়ে ইনের আমেরিকা সফরের সম্ভাবনার নিয়ে জোর জল্পনা চলছে।সবমিলিয়ে উ. কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করার পাশাপাশি দুই কোরিয়ার একত্রিত হওয়ার সম্ভাবনাও বাড়ছে। তাই এই নিয়ে চাপে রয়েছে চীন। তাদের আশঙ্কা, এতদিনকার ঘনিষ্ঠ মিত্র দূরে সরে গিয়ে দীর্ঘদিনের শত্রু দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মেলাতে পারেন কিম। এমনটা ঘটলে ভূরাজনৈতিক কৌশলের দিক থেকেও বিশ্বে পিছিয়ে পড়তে পারে চীন।

শুধু তাই নয়, দুই কোরিয়া একত্রিত হওয়ার পথ সুগম হলে এর মধ্য দিয়ে আমেরিকার সামরিক বাহিনী চীন সীমান্তের কাছে চলে আসার সুযোগ পাবে। আশঙ্কা করা হচ্ছে, আমেরিকা হয়তো পরমাণু শক্তিধর দেশ হিসেবে উত্তর কোরিয়াকে মেনে নেবে। সেইসঙ্গে নিজেদের মিত্র হিসেবে পিয়ংইয়ংকে বিশ্বমঞ্চে দাঁড় করিয়ে দেবে। অন্তত বন্ধুত্বপূর্ণ দেশের স্বীকৃতি দিয়ে দেবে। এমন হলে এতদিন উত্তর কোরিয়ার ওপর চীন যে ছড়ি ঘোরাত, তার সুযোগ অনেক সীমিত হয়ে যাবে। সেইসঙ্গে দুই কোরিয়া বন্ধুতে পরিণত হলে কোরিয়া অঞ্চলে চীনের প্রভাব খর্ব হবে এবং এর সঙ্গে পাল্লা দিয়ে বেইজিংয়ের বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়বে।

 

Related Posts

Leave a Reply