অপেক্ষা মাত্র ৭ বছরের, এ বিষয়ে চীনকেও টেক্কা দেবে ভারত

কলকাতা টাইমস :
জাতিসংঘ তার একটি প্রতিবেদনে জানিয়েছে যে ২০৫০ সালে বিশ্বের জনসংখ্যা গিয়ে দাঁড়াবে ৯৮০ কোটিতে। বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যা ৭৬০ কোটি। আর মাত্র সাত বছরের ব্যবধানে জনসংখ্যার দিক দিয়ে চীনকে ছাড়িয়ে যাবে ভারত। ২০৫০ সালে যুক্তরাষ্ট্রকে জনসংখ্যার দিক দিয়ে ছাড়িয়ে যাবে নাইজেরিয়া এবং বিশ্বের তৃতীয় জনসংখ্যাবহুল দেশ হবে। ২০২৪ সালে জনসংখ্যার দিক দিয়ে চীনকে ছাড়িয়ে যাবে ভারত।
জাতিসংঘের অর্থনৈতিক ও সমাজকল্যাণ বিষয়ক বিভাগ এ সব তথ্য শেয়ার করেছে।
জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে প্রতিবছর অন্তত ৮.৩ কোটি মানুষ বাড়ছে। জনসংখ্যার এই ক্রমবর্ধমান হার আরও কয়েক দশক অব্যহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
চলমান জনসংখ্যাবৃদ্ধির হার অব্যহত থাকলে ২০৩০ সালে বিশ্বের মোট জনসংখ্যা হবে ৮৬০ কোটি এবং ২০৫০ সালে সেটা হবে ৯৮০ কোটি। আর এভাবেই যদি চলতে থাকে তাহলে ২১০০ সালে বিশ্বের জনসংখ্যা দাঁড়াতে পারে ১১২০ কোটি।
বিশ্বে বর্তমানে প্রবীণ মানুষের সংখ্যা ৯৬.২ কোটি। ২০৫০ সালে সেটা গিয়ে দাঁড়াবে ২১০ কোটি। এবং ২১০০ তে ৩১০ কোটি। জন্মহার বৃদ্ধি ও তার তুলনায় মৃত্যুহার হ্রাস জনসংখ্যাবৃদ্ধির একটি প্রধান কারণ। আধুনিক চিকিৎসাসেবার কারণে মৃত্যুহার অতীতের চেয়ে অনেক কমেছে। এছাড়া মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার বেশ কমেছে। এগুলো জনসংখ্যা বৃদ্ধিকে প্রভাবিত করেছে।