মাত্র ১টা দিন, আকাশে উড়লো ২ লক্ষ ২৫ হাজার উড়োজাহাজ !
কলকাতা টাইমসঃ
মাত্র একদিনে পৃথিবীর আকাশে উড়ে বেড়ালো প্রায় ২ লক্ষ ২৫ হাজার উড়োজাহাজ! গত বুধবার নতুন এই রেকর্ড সৃষ্টি হলো পৃথিবী জুড়ে। উড়োজাহাজের গতিবিধি নিয়ে কাজ করা ‘ফ্লাইটরাডার ২৪’ নামক সংস্থার মতে এই দিনটিই এখনো পর্যন্ত পৃথিবীর ইতিহাসে বিমান টেক অফ করার সবচেয়ে ব্যস্ততম দিন।
এই বিপুল পরিমান উড়োজাহাজের মধ্যে বাণিজ্যিক বিমান থেকে কার্গো, হেলিকপ্টার সবই রয়েছে। তাদের পর্যবেক্ষণ বলছে, সেদিনের অধিকাংশ ফ্লাইটই ছিল আমেরিকা, ইউরোপ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার আকাশজুড়ে। এভিয়েশন ইন্ডাস্ট্রির ইতিহাসে এটা নতুন রেকর্ড হলেও অনেকেই বিষয়টি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন। তাদের দাবি, এতো সংখ্যক ফ্লাইটের কারণে পরিবেশে এর ক্ষতিকর প্রভাব পড়ছে।