বুদ্ধিতে ইনি বিল গেট্স, স্টিভেন হকিংস্, আইনস্টাইনকেও বহু পেছনে ফেলে দিয়েছে
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
বিল গেট্স, স্টিভেন হকিংস্ এবং অ্যালবার্ট আইনস্টাইনের চেয়েও বুদ্ধিমান মানুষটি পৃথিবীতেই আছে…! আরও অবিশ্বাস্য খবরটি হলো, বুদ্ধিমাত্রার পরীক্ষায় (আইকিউ টেস্টে) আইনস্টাইন এবং স্টিফেন হকিংসকে টপকে যাওয়া এই কিশোরীর বয়স মাত্র ১৬ বছর! নাম তার লরেন মার্বি। ইংল্যান্ডের একটি শহর এসেক্সের রডিং ভ্যালি হাই স্কুলের ছাত্রী তিনি। আইকিউ পরীক্ষায় সবাইকে অবাক করে ১৬১ স্কোর তুলেছেন। একই পদ্ধতিতে আইনস্টাইন, হকিংস এবং বিল গেটসের আইকিউ স্কোর ১৬০। লরেনের বাবা ডেভিড মার্বি একজন ট্যাক্সি চালক। বুদ্ধির এ পরীক্ষায় মেয়ের এমন স্কোর দেখে বিস্ময়ে গর্বিত হতেও ভুলে গেছেন বাবা ডেভিড। তিনি বলেন, “মেয়েটি অত্যন্ত ভাল ফলাফল বা অতি বুদ্ধিমান হোক এমন কোনো চাওয়া আমার ছিল না কিন্তু বুদ্ধির দৌড়ে সে যে আইনস্টাইন বা বিল গেটস বা হকিংয়ের চাইতেও এগিয়ে যাবে, তা রীতিমতো আমার কল্পনারও বাইরে।”
পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান কিশোরী লরেন হাসিমুখে বললেন, “আমি একেবারে সাধারণ আর আট-দশটি এসেক্সের মেয়েদের মতোই। আমার চুল বাদামী, আলগা নখ ব্যবহার করি আঙ্গুলে, এসেক্সের স্থানীয় টিভি চ্যানেল টোয়ির দারুণ ভক্ত আমি। জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন পরীক্ষার পর কী নিয়ে পড়াশোনা করব তা এখনও ঠিক করিনি। তবে আমি দেখাতে চাই, এসেক্সের মেয়েরা অনেক কিছু করতে পারে।” আশ্চর্য যে লরেন সেকেন্ডিয়ারি পরিক্ষা শেষে স্থাপত্য সাহিত্যে ডিগ্রি করতে চায় এবং গান, নাচ ও অভিনয় মত কর্মজীবনেও যাওয়ার ইচ্ছে আছে তাঁর। বাবা এবং মাকে জিজ্ঞেস করা হলে উনারা সহজ ভাষায় বলেন “আমাদের মেয়ে এতটা বুদ্ধিমান। কাজেই সেই ভাল বুঝবে যে ভবিষ্যতে সে কী হবে।”