বিশ্বজুড়ে একঘরে: চীনের কাছেই প্রাণ ভিক্ষা পাকিস্তানের
কলকাতা টাইমসঃ
চীনই এখন দৃশ্যত একমাত্র ভরসাস্থল দিশাহীন পাকিস্তানের। বর্তমান পরিস্থিতিতে আমেরিকা, ভারত এবং সৌদি আরবের মধ্যে তীব্র সখ্যতা তৈরী হয়েছে। একই সঙ্গে বিশ্বের শক্তিধর দেশগুলো থেকে ক্রমশ দূরে সরতে শুরু করেছে পাকিস্তান। একমাত্র চীন ছাড়া তাদের হাতে আর কোনো বিকল্প নেই।
পাকিস্তানের পররাষ্ট্র নীতি বিষয়ক বিশেষজ্ঞ আয়েশা সিদ্দিকা বলেন, আমাদের পররাষ্ট্রনীতি সামলানোর দায়িত্ব যাদের হাতে, তারা পাকিস্তানের পররাষ্ট্র মূল্যায়নে অপারগ। উল্যেখ্য, আমেরিকার ক্ষুদ্র মদত পেলেও রাশিয়ার গুডবুকে কোনোকালেই ছিলোনা পাকিস্তান। আমেরিকাও হাত গুটিয়ে নিয়েছে দীর্ঘদিন যাবৎ। এই অবস্থায় মুসলিম বিশ্বেও আমিরশাহির ধাক্কায় ব্যাকফুটে পাক পররাষ্ট্রনীতি। এরই মধ্যে পাকিস্তানের একাংশেও শুরু হয়েছে চীন বিরোধিতা। এই অবস্থায় যথেষ্টই উদ্বেগে ভারতের এই প্রতিবেশী দেশ।