এবার প্যারিসেও পুলিশি বর্বরতার বিরুদ্ধে গর্জে উঠলো জনগণ
কলকাতা টাইমসঃ
ফ্রান্সের রাজধানী প্যারিসেও পুলিশি বর্বরতার বিরুদ্ধে গর্জে উঠলো জনগণ। আমেরিকায় চলা বিক্ষোভের সমর্থনে রাস্তায় নেমে চার বছর আগের ঘটে যাওয়া ঘটনাকে সামনে এনে এবার ফ্রান্সের পুলিশের বিচার চাইলো সেদেশের জনগণ। উল্যেখযোগ্য ভাবে এদিনের বিক্ষোভে অংশ নেয় প্যারিসের প্রায় ২০ হাজার মানুষ।
করোনার যাবতীয় নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীর রাস্তায় বিক্ষোভে ফেটে পরে জনতা। প্রথমে নর্দান প্যারিসে আদালতের বাইরে বিক্ষোভ শুরু হয়। এরপর শহরের রিং রোডের কাছে বিক্ষিপ্ত সংঘর্ষ শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে জনতা। পাল্টা রাবার বুলেট ছুড়তে দেখা যায় পুলিশকে। বিক্ষোভকারীরা চার বছর আগেকার আদামা ট্রোর হত্যার বিচারের দাবিতে স্লোগান দিতে থাকে। উল্যেখ্য, জর্জ ফ্লয়েডের মতন পুলিশের বর্বরতার কারণেই মৃত্যু হয়েছিলো আদামা ট্রোর।