জ্বালানি পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার ভারত বন্ধের ডাক
কলকাতা টাইমসঃ
পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার ভারতজুড়ে ‘বনধ’-এর ডাক দিয়েছে বিরোধীদল কংগ্রেসসহ বামদলগুলো। তাদের দাবি, অবিলম্বে জ্বালানি তেলের মূল্য হ্রাস করতে হবে। পাশাপাশি কমাতে হবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। কংগ্রেস, বাম দলগুলো ছাড়াও ওইদিন আলাদাভাবে বনধ ডেকেছে বিভিন্ন মাওবাদী কমিউনিস্ট পার্টিও।
তৃণমূল কংগ্রেসের বক্তব্য, মোদি সরকারের বিরুদ্ধে তোলা এ ইস্যুর প্রতি তাদের সমর্থন রয়েছে। আর বামফ্রন্টের তরফে জানানো হয়, কেবল মূল্যবৃদ্ধির প্রতিবাদে নয়, তারা প্রখ্যাত লেখক-কবি বারবারা রাও সহ বিশিষ্টজনদের গ্রেফতারেরও বিরুদ্ধেও প্রতিবাদ জানাবেন। কলকাতায় বর্তমানে পেট্রোল ৮২.৮৮ টাকা ও ডিজেল ৭৪.৯২ টাকা। এছাড়া দিল্লিতে পেট্রোল ৭৯.৯৯ টাকা এবং ডিজেল ৭২.৭ টাকায় এসে দাঁড়িয়েছে।