‘রেস থ্রি’-তে এবার গীতিকার সলমন গাইবেন আতিফ ইসলাম
নিউজ ডেস্কঃ সলমন খানের ‘রেস থ্রি’-তে গান গাইবেন পাকিস্তানি গায়ক আতিফ ইসলাম। ইতিমধ্যেই সলমনের সিনেমায় আতিফের গান নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। এ বিষয়ে সিনেমার প্রযোজক রমেশ তুরানি জানিয়েছেন, রেস-এর প্রত্যেকটি সিক্যুয়েলেই আতিফ ইসলামের গান এক অনন্য মাত্রা যোগ করেছে। এবারও তাই ‘রেস থ্রি’-তে আতিফের গান দর্শকদের মুগ্ধ করবে বলেও আশা প্রকাশ করেছেন রমেশ তুরানি।
জানা যাচ্ছে, সলমন খানের লেখাতেই এবার সুর দেবেন আতিফ। এখন দেখার ‘ভাইজান’-এর লেখা গান গেয়ে ‘রেস থ্রি’-র দর্শকদের কতটা মোহিত করতে পারেন পাকিস্তানি গায়ক। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সম্প্রতি পাকিস্তানি গায়ক রাহাত ফতেহ আলি খান-কে নিয়ে আপত্তি তোলেন। অরিজিত সিং-এর পরিবর্তে কেন পাকিস্তানি গায়ক দিয়ে সিনেমায় গান গাওয়ানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন কেন্দ্রীয় মন্ত্রী। দলজিত সিং দোসাঞ্জ, সোনাক্ষী সিনহা অভিনীত ‘ওয়েলকাম টু নিউ ইয়র্ক’-এ কেন অরিজিত সিং-এর পরিবর্তে রাহাত ফতেহ আলি খানকে দিয়ে গান গাওয়ানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন বাবুল সুপ্রিয়।