ক্ষুধার্ত জিরাফ খাবারের খোঁজে গাড়ির জানালার কাচ ভেঙে মাথা ঢুকিয়ে দিলো গাড়ির ভেতরে !
নিউজ ডেস্কঃ
ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডস সাফারি পার্কে বেড়াতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা হলো এক দম্পতির। খাবারের খোঁজে তাদের গাড়ির জানালা দিয়ে মাথা ঢুকিয়ে দিলো একটি জিরাফ। এর ফলে ভেঙে গেল গাড়ির কাচ। জিরাফটি আচমকা গাড়ির মধ্যে মাথা ঢুকিয়ে দেওয়ায় ভয় পেয়ে যান ওই দম্পতি। গতকাল এই ভয়াবহ ঘটনা ঘটে। অন্য পর্যটকরা এই ছবি ক্যামেরা বন্দি করে রাখেন। ওয়েস্ট মিডল্যান্ডস সাফারি পার্কের প্রধান এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।
ওয়েস্ট মিডল্যান্ডস সাফারি পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যটকরা কয়েকটি জায়গায় গাড়ি থেকে প্রাণীদের খাবার দিতে পারেন। জানালার কাচ অর্ধেক নামিয়ে হাত বার করে খাবার দেওয়াই নিয়ম। এই দম্পতিও সেভাবেই জিরাফটিকে খাবার দিতে গিয়েছিলেন। ক্ষুধার্ত জিরাফটি তারই সুযোগ নেয়।
জিরাফটি মুহূর্তের মধ্যে গাড়ির মধ্যে মাথা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। তারই ফলে ভেঙে যায় কাচ। গাড়ির মধ্যে এবং আশেপাশে ছড়িয়ে পড়ে কাচ। এই ঘটনার পরেই ওই সাফারি পার্কের কর্মীরা ছুটে আসেন। জিরাফটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। জিরাফটির স্বাস্থ্য পরীক্ষা করে দেখা গেছে, কাচ ভেঙে সে চোট পায়নি।