এবারের এশিয়ান গেমসে বাংলাদেশের ভাঁড়ারে পদক সংখ্যা শূন্য
কলকাতা টাইমসঃ
এশিয়ান গেমসের ইতিহাসে দীর্ঘদিন পর শূন্য হাতে বাড়ি ফিরল বাংলাদেশ। গদীর্ঘ ৩৬ বছর পর বাংলাদেশের ভাঁড়ারে পদক সংখ্যা শূন্য। ১৮তম এশিয়ান গেমসের মোট ১৪টি ইভেন্টে ১১৭ জন অংশ নিয়েছে বাংলাদেশ থেকে। কোনো ইভেন্টেই স্বপ্ন পূরণ করতে পারেননি বাংলাদেশের অ্যাথলেটরা।
এশিয়ান গেমসে বাংলাদেশ অংশ নিচ্ছে ১৯৭৮ সাল থেকে। প্রথম দুবার পদকশূন্য ছিল বাংলাদেশ। তবে পরের প্রতিটি আসরেই একটি হলেও পদক জিতেছে প্রতিবেশী এই দেশ। ১৯৮৬ সালে সিওল গেমসে ব্রোঞ্জ পদক জিতে সফর শুরু করে বাংলাদেশ। এর মধ্যে ২০১০ সালে ক্রিকেটে জেতা সোনাটাই এশিয়ান গেমসে বাংলাদেশের একমাত্র সোনা। সবমিলিয়ে এখনো পর্যন্ত বাংলাদেশ ১১ টি পদক জেতে।
এবারের এশিয়ান গেমসে ৪৫টি দেশের ১১ হাজার ৭২০ জন অ্যাথলেট অংশ নিয়েছে ৪৬৫টি ইভেন্টে। ৪৫টি দেশের মধ্যে ৩৭টি দেশই কোনো না কোনো ইভেন্টে পদক জয় করেছে। পদক জয়ের তালিকায় শীর্ষে রয়েছে চীন। তারা ১০০টি সোনাসহ ২১৪টি পদক জয় করেছে। ভারত শেষ করেছে পদক তালিকায় ৮ নম্বরে থেকে। তারা ১৪ টি সোনা সহ মোট ৬৯ টি পদক জেতে।