এনটিআর -এর জীবনীভিত্তিক ছবিতে জয়ললিতার চরিত্রে কাজল, জয়াপ্রদার চরিত্রে তামান্না !
নিউজ ডেস্কঃ
জনপ্রিয় অভিনেত্রী ও তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কাজল আগরওয়ালকে। অন্ধপ্রদেশের প্রাক্তন মুখমন্ত্রী ও চলচ্চিত্র তারকা প্রয়াত নন্দামুরি তারাক রামা রাওয়ের ওপর জীবনীভিত্তিক ছবি নির্মাণ করা হচ্ছে। যিনি এনটিআর নামেই বেশি পরিচিত ছিলেন। জয়ললিতা ও এনটিআর বেশ কিছু ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন। সেই জন্য ছবিতে জয়ললিতার চরিত্রটির ওপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে।
সূত্ৰৰ খবর, অনেক চিন্তাভাবনার পর ছবিটি করতে রাজি হয়েছেন কাজল। চুক্তিও সেরে ফেলেছেন তিনি। তার অংশের শ্যুটিং জুনের মধ্যেই শুরুর কথা রয়েছে। এই ছবিতে ‘বাহুবলী’ খ্যাত তারকা রানা ডাগ্গুবাতি ও তামান্না ভাটিয়ারও অভিনয়ের কথা রয়েছে। চন্দ্র বাবু নাইডুর চরিত্রে রানা ও অভিনেত্রী জয়াপ্রদার চরিত্রে ভাবা হচ্ছে তামান্নাকে। ছবিতে বলিউড ও দক্ষিণী চলচ্চিত্র শিল্পের বেশ ক’জন বড় তারকাকেও চুক্তিবদ্ধ করার বিষয়টি বিবেচনা করছেন নির্মাতা ও প্রযোজকরা। খবর, শ্রীদেবীর চরিত্রটি করার জন্য দীপিকা পাড়ুকোনকে প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও নিশ্চিত করে এখনো কিছু জানা যায়নি।
হায়দরাবাদে বিশেষভাবে নির্মিত সেটে আগামী ৫ মে থেকে ছবির শ্যুটিং শুরুর কথা রয়েছে। ছবিটি পরিচালনা করবেন তেজা। ছবিটি হিন্দি ও তামিল ভাষায় ডাব করা হবে।