February 23, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

সাম্বার দেশকে উন্মাদ করে দিয়ে আজ মাঠে নামছে ব্রাজিল 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

সুইজারল্যান্ডের বিপক্ষে আজ রাত ১২টায় মাঠে নামছে ব্রাজিল। দলের তারকা নেইমারকে নিয়ে স্বপ্ন দেখছেন সাম্বার দেশের মানুষ। বিশ্বের সব চেয়ে দামি ফুটবলার চোট সারিয়ে ফিরে এসে প্রস্তুতি ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে দুর্দান্ত গোল করে সমর্থকদের আশা দ্বিগুণ করে দিয়েছেন। এবার মাঠে নামার আগে দ্বিতীয় চমকটা দিলেন নতুন হেয়ার স্টাইল দিয়ে।

এই নতুন হেয়ার স্টাইলেই রাশিয়া বিশ্বকাপ শুরু করতে চলেছেন নেইমার। মাস তিনেক আগে ব্রাজিলে রিহ্যাবে থাকার সময় নেইমার সোশ্যাল মিডিয়ায় ভক্তদের জন্য নতুন হেয়ার স্টাইলের ছবি পোস্ট করেছিলেন। সেই ছাঁটকে বলা হচ্ছিল ‘ডেডলক’। মনে করা হচ্ছিল বিশ্বকাপে সেই হেয়ার স্টাইলেই তাকে দেখা যাবে। কিন্তু সেই ছাঁটের সঙ্গে নতুন হেয়ার স্টাইলের মিল নেই। এবারে তিনি চুলে রংও করেছেন। সোনালি কোঁকড়ানো চুলের রহস্যটা অবশ্য গোপনই রেখেছেন তিনি।

ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরুর আগে প্রবল উন্মাদনা চলছে গোটা দেশে। রিও ডি জেনিরোসহ ব্রাজিলের বড় শহরগুলিতে সরকারি কর্মীরা চাইলে নেইমারদের ম্যাচে নামার দিন ছুটি নিতে পারেন। বড় বড় রেস্তরাঁতে ব্রাজিলের সব ম্যাচ দেখার ব্যবস্থা রয়েছে। মালিক ব্রাজিলীয় না হলেও একই ব্যবস্থা থাকছে বড় শহরের বেশ কিছু রেস্তরাঁয়।

 

Related Posts

Leave a Reply