বর্তমান পরিস্থিতিতে ভারতকে অস্ত্র দেবে আমেরিকা
কলকাতা টাইমসঃ
পছন্দ মতন অস্ত্র কেনার অনুমোদল পেয়েই ঝাঁপিয়ে পড়লো ভারতীয় সেনা। চীন সীমান্তে মোতায়েন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অস্ত্রের বরাত দিলো ভারতীয় সেনা। জানা যাচ্ছে ভারতের হাতে দ্রুত সেই অস্ত্র তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি, অস্ত্র কিনতে ভারতীয় সেনাকে বিশেষ আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। সূত্রের খবর সেই অর্থ দিয়েই আমেরিকা থেকে M-777 Howitzer gun কিনতে চলেছে ভারত।
জানা গিয়েছে, ইস্টার্ন লাদাখ সেক্টরের জন্য ওই সব ভয়ানক অস্ত্র কেনা হচ্ছে। বালাকোট এয়ারস্ট্রাইকের পরই এই কামানের বরাত দেওয়া হয়েছিল। সেই সংখ্যাই এবার আরও অনেকগুন বাড়িয়ে দেওয়া হয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার দূরে অব্যর্থভাবে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এই অস্ত্র। প্রসঙ্গত, ভারতের ২০ জন জওয়ান শহিদ হওয়ার পর থেকে চীন-ভারত পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। দেশের পদক্ষেপ নিয়ে দিল্লিতে চলছে দফায় দফায় বৈঠক।