সৌদি আরবের ইতিহাসে এই প্রথম ১০ মহিলার হাতে তুলে দেওয়া হলো ড্রাইভিং লাইসেন্স !
নিউজ ডেস্কঃ
মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব। মুসলিমদের পূণ্যভূমি নামে খ্যাত এই দেশে মহিলাদের গাড়ি চালানো নিষিদ্ধ ছিল। সম্প্রতি সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সেদেশের সরকার। এরই অংশ হিসেবে এবার মহিলাদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া শুরু হয়েছে । সোমবার প্রথমবারের মতো সৌদির ১০ জন মহিলাকে লাইসেন্স প্রদান করলো সেদেশের পরিবহন দপ্তর।
সৌদি আরবের তথ্য মন্ত্রক এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ১০ সৌদি মহিলা সোমবার গাড়ি চালানোর লাইসেন্স গ্রহণ করেছেন। এর মাধ্যমে নতুন এক ইতিহাস রচিত হলো। পরবর্তী সপ্তাহে ২ হাজার মহিলাকে এই তালিকায় যুক্ত করা হবে।
এই লাইসেন্স গ্রহণের পর রেমা জাওয়াদ নামের এক মহিলা বলেন, গাড়ী চালাতে আমি ভীষণ পছন্দ করি। আজ আমার স্বপ্ন পূরণ হলো। প্রসঙ্গত, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ২০১৭ সালে একটি রাজকীয় ডিক্রি জারি করে সেদেশের মহিলাদের রাস্তায় গাড়ি চালানোর অনুমতি দেন। এর ফলে, আগামী ২৪ জুন থেকে সৌদি মহিলারা রাজপথে গাড়ি চালাতে পারবেন।