ইতিহাসে প্রথম সমকামী বিবাহের ঘটনা ঘটলো ব্রিটিশ রাজ্ পরিবারে !
কলকাতা টাইমসঃ
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর বিয়ে করলেন তিন সন্তানের বাবা লর্ড ইভার মাউন্টব্যাটেন। তবে এই বিয়েটি ভিন্নরকম কারণ এবার তার জীবনসঙ্গী একজন ছেলে।
ইভার মাউন্টব্যাটেন মিলফোর্ড হ্যাভেনের তৃতীয় সন্তান ও ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের দূরসম্পর্কের ভাই। জেমস কোইলির সঙ্গে এনগেজমেন্ট রিঙও বিনিময় করেন ইভার। ৬০টি পরিবারের সামনে শপথ পাঠ করেন তারা। সেই সদস্যদের তালিকায় তার তিন মেয়েও ছিল।
বিস্তৃত রাজ পরিবারে একই লিঙ্গের মধ্যে বিয়ে এর আগে আর কখনো হয়নি। তবে এই বিয়েতে কোনো রাজকীয় প্রতিনিধি ছিল না। ব্রিডওয়েল পার্কে একটি ব্যক্তিগত চার্চে এই বিয়েটি সম্পন্ন হয়। ডিভনের ভিলেজ অব উফকালমে এই চার্চটি অবস্থিত।