এই মহিলা সাংবাদিকের নামে কেঁপে ওঠেন দোর্দণ্ডপ্রতাপ দুর্তেতে
কলকাতা টাইমসঃ
ফিলিপাইন প্রেসিডেন্ট রদ্রিগের রাতের ঘুম কেড়ে নিয়েছেন সেদেশের এক মহিলা সাংবাদিক। প্রেসিডেন্টের বিরুদ্ধে একের পর এক প্রতিবেদনের ফলস্বরূপ রদ্রিগের বিরুদ্ধে বিপুল জনমত তৈরী করতে সক্ষম হয়েছেন তিনি। বিনিময়ে মারিয়া সারা নামের ওই সাংবাদিককে জেলের ঘানিও টানতে হয়েছে কিছুদিন। বর্তমানে ৮ বছর আগের পুরনো এক প্রতিবেদনের কারণে তাকে দোষী সাব্যস্ত করেছে সেদেশের আদালত।
আজকের প্রেসিডেন্ট রড্রিগো দুর্তেতে যখন দাভো শহরের মেয়র, অর্থাৎ সেই আশির দশকেই মারিয়ার মুখোমুখি হতে হয় তাকে। ফিলিপাইনে জন্ম হলেও মারিয়ার পড়াশোনা মার্কিন মুলুকের বিখ্যাত প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে। ২০১২ সালে ‘র্যাপলার’ নামে একটি নিউজ পোর্টাল চালু করেন ৫৫ বছর বয়সী এই সাংবাদিক। ধীরে ধীরে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সঙ্গে জড়িয়ে পড়েন মারিয়া।