আগামী ১০ বছরে ভারতীয় জিডিপি স্পর্শ করবে ১০ লক্ষ কোটি !
কলকাতা টাইমসঃ
আগামী ১০ বছরের মধ্যে ১০ লক্ষ কোটি টাকা স্পর্শ করবে ভারতবর্ষের জিডিপি। শুধু আশা করেই ক্ষান্ত হননি, রীতিমতন ভবিষ্যৎবাণীই করে বসলেন ভারতীয় ধনকুবের তথা রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ অম্বানী। আজ সোমবার এই কোম্পানির বর্ষবরণ অনুষ্ঠানে এমনটাই জানালেন এই বিজনেস টাইফুন। তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৫ বছরের মধ্যে ৫ লক্ষ কোটি জিডিপির লক্ষমাত্রা টার্গেট করেছেন। আমার ধারণা ২০৩০ সালের মধ্যে ১০ লক্ষ কোটি টাকায় পৌঁছবে ভারতীয় সম্পদ।
বর্তমানে প্রায় ৩ লক্ষ কোটি টাকার কাছাকাছি রয়েছে ভারতের জিডিপি। যা পৃথিবীর মধ্যে সপ্তম স্থানে রয়েছে। প্রসঙ্গত বর্তমানে ভারতের সঙ্গে বাণিজ্য যুদ্ধে নামা পাকিস্তানের জিডিপি ০.২৭ লক্ষ কোটি টাকার। বিশ্ব তালিকায় তার স্থান ৩৯ তম। আম্বানীর প্রত্যাশা পূরণ হলে বিশ্বের চালিকা শক্তি হয়ে উঠতে পারে ভারত। কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ হওয়ার পর আগামী কয়েক মাসের মধ্যেই সেখানে বড়ো অঙ্কের বিনিয়োগের কথা ঘোষণা করতে পারে অম্বানী গোষ্ঠী।