November 12, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা শারীরিক

এই দেশে হোয়াটসঅ্যাপে পাওয়া যাচ্ছে গর্ভপাতের পিল

[kodex_post_like_buttons]
নিউজ ডেস্কঃ

নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে ইন্টারনেটে খোজ হয়না এমন কিছু নেই। নানা ওষুধও রয়েছে এই তালিকায়। অ্যাবরশন বা গর্ভপাতের পিল খোঁজার হার দ্বিগুণ ছাড়িয়ে গেছে। যেসব দেশে গর্ভপাত আইন বেশি কঠোর, সেসব দেশে গর্ভপাত পিল সম্পর্কে আগ্রহ আরও বেশি। আইনগত বাধা বিপত্তি এড়াতে অনেক মেয়েরা এখন এই পিল কিনতে এবং সম্পর্কে তথ্যের জন্য ঝুঁকছেন হোয়াটসঅ্যাপের মত প্রযুক্তির দিকে। ব্রাজিলে গর্ভপাত অপরাধ। ধর্ষণের কিছু ব্যতিক্রম ঘটনার ক্ষেত্রে তা গ্রহণযোগ্য, অবৈধ ধর্ষণের দায়ে দুই বা তিন বছরের জেল হতে পারে। কিন্তু তারপরও কি থেমে আছে গর্ভপাতের ঘটনা? ব্রাজিলে গর্ভপাত সংক্রান্ত আইন কঠোর হওয়ায় এখন সেখানে অনেক মেয়ে এখন এনক্রিপটেড হোয়াটসঅ্যাপ ফর্মের মাধ্যমে এ বিষয়ে তথ্য শেয়ার করছেন। এখানেই চলছে গোপনে কেনা-বেচা। ক্লোজড গ্রুপে তারা পেয়ে যাচ্ছে গর্ভপাত পিল। অর্থ ব্যাংক ট্রান্সফার হলেই ঠিকানায় পৌঁছে যাবে এই পিল। ভার্চুয়াল মিড ওয়াইফরা সাহায্য করবেন পুরো পদ্ধতিতে।

এই হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছেন ৫ জন মহিলা। তিন বছরে তাদের সদস্য তিনশোর বেশি। নাম না জানানোর শর্তে  তাদেরই এক সদস্য জানান। “২০১৩ সালের অক্টোবর মাসে আমাকে অপহরণ করা হয় এবং ধর্ষণ করা হয়। এর ফলে আমি প্রেগন্যান্ট হয়ে যাই। কিন্তু বৈধভাবে গর্ভপাত ঘটানো সম্ভব হয়নি। কারণ ওই ব্যক্তি একজন প্রাক্তন পুলিশ অফিসার হওয়ায় সে ছিল খুবই প্রভাবশালী।” তখন আমার মাথায় আসলো এই হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির কথা।”

Related Posts

Leave a Reply