এই দেশে জনসংখ্যার থেকেও পর্যটক বেশি !
কলকাতা টাইমসঃ
একেই বোধয় বলে সাফল্যের বিড়ম্বনা। বিদেশী পর্যটক টানতে বেশ কয়েক বছর ধরে নানান পরিকল্পনা নিয়েছে নেদারল্যান্ড। পাল্লা দিয়ে চলেছে প্রচার। যার ফল স্বরূপ লাফিয়ে লাফিয়ে বেড়েছে সেদেশের পর্যটক সংখ্যা। বর্তমানে বিপুল পরিমান পর্যটকের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নেদারল্যান্ড। পরিস্থিতি যা তাতে দেশের জনসংখ্যার থেকেও বেশি পরিমান পর্যটক সেখানে বেড়াতে যায়। বর্তমানে প্রতি বছর সেদেশে বেড়াতে যাওয়া মানুষের সংখ্যা ১৯ মিলিয়ন, আর তাদের জনসংখ্যা ১৭ মিলিয়ন !
২০৩০ সালের মধ্যে নেদারল্যান্ডে প্রতিবছর পর্যটকের সংখ্যা ৪২ মিলিয়নে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে সেদেশের সবচেয়ে আকর্ষণীয় স্পট গুলোর প্রচার বন্ধ করে, তুলনামূলকভাবে কম পরিচিত জায়গায় যাওয়ার জন্য পর্যটকদের উৎসাহ দেবে তারা।