বিশ্বকাপে এখন মাছি সামলাতেই ব্যস্ত রাশিয়া !
কলকাতা টাইমসঃ
রাশিয়া বিশ্বকাপে খেলোয়োড়দের নিরাপত্তার বিষয়টি সফলতার সাথেই সম্পন্ন করছে আয়োজক দেশ রাশিয়া। তবে এরই মাঝে ‘মাছি’ নিয়ে বিড়ম্বনায় পড়েছে দেশটি। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমারদের গায়ে যাতে মাছি বসতে না পারে সেই জন্য মাছি মারতে এবার কামান দাগতে চলেছে রাশিয়া।
স্থানীয় প্রশাসন গত শুক্রবার আইসল্যান্ড এবং নাইজেরিয়া ম্যাচের আগে মাছি নিয়ে বেশ সতর্ক ছিল। ম্যাচ দেখার সময় যাতে দর্শকদের কোনও অসুবিধা না হয় তার জন্য স্টেডিয়ামের চারপাশে ওষুধ ছেটানো হয়। ইংল্যান্ড এবং টিউনিশিয়া ম্যাচেও মাছির জন্য স্টেডিয়ামে দর্শকদের খুব অসুবিধা হয়েছিল। তাই এবার আর কোনো ঝুঁকি নিতে চাইছে না রাশিয়া সরকার। শুধু স্প্রেই নয় দর্শকদের জন্য মেডিকেটেড টিশুরও ব্যবস্থা করেছে আয়োজক দেশটি।