দিল্লি বিমানবন্দর থেকে আটক ছদ্মবেশী পাইলট
কলকাতা টাইমসঃ
মঙ্গলবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক ছদ্মবেশী পাইলটকে আটক করেছে সিআইএসএফ। পরনে লুফটহানসা এয়ারলাইন্সের পাইলটের পোশাক পরা ওই ছদ্মবেশীর নাম রাজন মেহবুবানি। দিল্লির বসন্তকুঞ্জের বাসিন্দা এই ব্যক্তির বয়স পঞ্চাশের কোঠায়। পাইলট সেজে কলকাতাগামী এয়ার এশিয়ার বিমানে চেপে বসেছিলেন রাজন। সিআইএসএফ আটক করার পরই অপরাধ স্বীকার করেন তিনি
ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ভুয়ো আইডি কার্ড। ব্যাংকক গিয়ে লুফটহানসা এয়ারলাইন্সের ভুয়ো পরিচয়পত্র বানিয়েছিলেন রাজন। তারপর বিমানে চেপে ঘুরে বেড়িয়েছেন দেশ-বিদেশ। গত সোমবার জার্মান বিমানসংস্থার চিফ সিকিউরিটি অফিসার সিআইএসএফকে সতর্ক করে জানান, লুফটহানসা এয়ারলাইন্সের পাইলটের সাজে এক সন্দেহজনক ব্যক্তিকে প্রায়ই দেখা যাচ্ছে বিমানে। যার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।