এবার আদা ছাড়া রান্নার মেনু খুজুন …
কলকাতা টাইমস :
টমেটো, পিয়াজ এবার আদা। আদাও কাঁদাবে জনগণকে। করোনাভাইরাসের কারণে চীন থেকে আদা আমদানি হ্রাস পেয়েছে। আর এই আমদানি কমে যাওয়ায় আদার দাম বাড়ছে। বিকল্প দেশ থেকে আদা আমদানি করে বাজার সামাল দেওয়ার চেষ্টা চলছে। বাজারে প্রতি কেজি আমদানি করা আদার দাম পড়ছে ১৬০ থেকে ১৮০ টাকা। খুচরা পর্যায়ে এই দাম আরও কিছুটা বাড়তি।
গত এক মাসের তুলনায় প্রতি কেজি আদার দাম বেড়েছে ১৭ শতাংশ। আমদানি করা আদার চেয়ে দেশি আদার দাম কমই। মাসে হিসাবে দেশি আদার দাম কমেছে ১২ শতাংশ।
তাহলে এবার প্রস্তুত হন চড়া দামে অদা কিনতে। নচেৎ আদা ছাড়া রান্নার মেনু খুজুন।