ক্রমশই জোরালো হচ্ছে রবি শাস্ত্রীকে সরিয়ে দেওয়ার দাবি

কলকাতা টাইমসঃ
টেস্ট সিরিজে এজবাস্টনের পর দ্বিতীয় ম্যাচে লর্ডসেও ইংল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে ভারতীয় ক্রিকেট দল। ইনিংস ও ১৫৯ রানে হেরে পাঁচ টেস্টের সিরিজে ০-২ য়ে পিছিয়ে পড়েছে কোহলিরা। লর্ডসে লজ্জাজনক হারের পর কোচ রবি শাস্ত্রীর সমালোচনায় ঝড় উঠছে সোশ্যাল মিডিয়ায়।
লজ্জাজনকভাবে হারার পর কোহলি ও কোচ রবি শাস্ত্রীর দল নির্বাচন থেকে শুরু করে খেলার স্ট্র্যাটেজি সবকিছু নিয়েই ভারতীয় সমর্থক শুরু করে প্রাক্তন ক্রিকেটাররা বিরক্তি প্রকাশ করেন। এজবাস্টনের পর লর্ডসে কোহলিদের এভাবে আত্মসমর্পন করা যেন কিছুতেই মেনে নিতে পারছেন না কেউই। আর সেই কারণে খানিকটা প্রত্যাশিতভাবেই টিম ইন্ডিয়ায় রবি শাস্ত্রীর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন ক্রিকেট ভক্তরাও। শাস্ত্রীকে কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিও তুলেছেন তারা। বার্মিংহামে হারের পরও সমর্থকদের আশা ছিল ভুল শুধরে ঠিক ঘুরে দাঁড়াবে দল। কিন্তু ক্রিকেটভক্তরা হতাশ হয়ে সমালোচনায় মুখর হয়েছেন।