ওয়ানডেতে ১০ বার, টেস্টে ২৬ বার ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০ রানের কমে অলআউট ভারত !
কলকাতা টাইমস
ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে এই নিয়ে ১০ বার এবং টেস্ট ম্যাচে ২৬ বার ১০০ রানের মধ্যেই গুটিয়ে গেলো ভারত। ইংল্যান্ডের মাটিতে ১৯৭৪ সালে সবচেয়ে কম, ৪২ রানে অলআউট হতে হয় ওজিত ওয়াদেকারের নেতৃত্বাধীন ভারতীয় দলকে।
আজ, ভারতীয় ব্যাটিংয়ের শুরু থেকেই নিয়মিত উইকেট পড়তে থাকে বিশ্বের শ্রেষ্ঠ ব্যাটিং লাইনআপের। রোহিত শর্মা এবং আজিঙ্কা রাহানে ছাড়া কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেনি। সর্বোচ্চ ১৯ রান করেন রোহিত শর্মা। রাহানে করেন ১৮ রান।
ব্যর্থ হয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। আগের দুই টেস্টের মতো এই ম্যাচেও ব্যাটে রান পাননি তিনি। মাত্র ৭ রানেই বিদায় নেন তিনি। ইংল্যান্ডের হয়ে বোলিংয়ে আগুন ছড়ান জেমস অ্যান্ডারসন, স্যাম কুরানরা। জিমি ৮ ওভারে মাত্র ৬ রান দিয়ে নেন ৩ উইকেট। ক্রেগ ওভারটন নিয়েছেন ১৪ রানে ৩ উইকেট। স্যাম কুরান ও ওলি রবিনসন নিয়েছেন ২টি করে উইকেট।