লাল ফৌজের একচুল বেগতিক মানেই প্রস্তুত ভারত
কলকাতা টাইমস :
বার-বার ভারত-চীন বৈঠকে পরও উত্তেজনা কমেনি এতটুকু। মুখে শান্তির বার্তা শোনালেও ভারতের জমি আগ্রাসন করতে নানা ফন্দি এঁটে চলেছে চীন। লাদাখে প্যানগং এলাকার কাছাকাছি, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার আশপাশে প্রবল উত্তেজনা দেখা দিয়েছে। সূত্রের দাবি, চিন ও ভারতের যুদ্ধ ট্যাঙ্ক চুশুল বৈঠকের দ্বিতীয় দিনে ‘ফায়ারিং রেঞ্জ’ এর মধ্যে রয়েছে। যা ঘিরে উদ্বেগ , আশঙ্কা বাড়ছে।
চিন লাদাখ এলাকায় হালকা ওজনের যুদ্ধ ট্যাঙ্ক মোতায়েন করেছে। আর সেই অবস্থান ঘিরেই লাদাখে পারদ চড়েছে। সীমানায় মজুত সশস্ত্র সেনা বল ক্রমাগত এই ট্যাঙ্কের দিকে নিশানা তাক করে রয়েছে।
এদিকে, লাদাখে কার্যত অ্যাডভান্টেজ ভারত। সোমবার রাতেই সেখানে উঁচু একটি জায়গা দখলে নিয়ে ফেলে ভারত। সেখান থেকে চিনের গতিবিধির ওপর নজরদারিতে সুবিধা পেয়ে গিয়েছে ভারতীয় সেনা। এদিকে, ব্ল্যাকটপ থেকে ক্রমাগত ভারতীয় জওয়ানরা চিনকে নজরে রাখছেন।
জানা গিয়েছে লাদাখে ভারতীয় ট্যাঙ্ক রেজিমেন্ট ময়দানে নেমেছে। ফলে স্বভাবতই পারদ চড়েছে। লাদাখের স্প্যানগ্গুর সো ও চুশুলের মাঝে মোতায়েন রয়েছে ট্যাঙ্ক। লালফৌজকে এক চুল বেগতিক দেখলেই ভারত পদক্ষেপ নিতে সমস্ত রকম প্রস্তুতিতে রয়েছে।