চীনকে কড়া বার্তা দিতে যৌথ নৌ-মহড়ায় অংশ নিলো ভারত এবং আমেরিকা
কলকাতা টাইমসঃ
যৌথ নৌ-মহড়ার মাধ্যমে চীনকে আরও কড়া বার্তা দিলো ভারত এবং আমেরিকা।আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে বঙ্গোসাগরে মার্কিন রণতরী ইউএসএস নিমিটিজের সঙ্গে নৌমহড়ায় অংশ নেয় ভারতের নৌবাহিনী। এই নৌমহড়াকে চীনের প্রতি কৌশলী বার্তা বলেই মনে করছেন কূটনীতিকরা। ভারতীয় নৌবাহিনীর সঙ্গে এই ‘পাসেক্স’ নৌমহড়া প্রসঙ্গে মার্কিন লেফটেন্যান্ট কম্যান্ডার সিয়ান ব্রোফি জানিয়েছেন, দুই দেশের নৌবাহিনীর মধ্যে এমন পাসিং এক্সারসাইজ পারস্পরিক বোঝাপড়া বাড়ায়।
দক্ষিণ চীন সাগরে বরাবরই নিজেদের আধিপত্য কায়েম করার চেষ্টা করেছে চীন। শান্তিরক্ষার কারণে দক্ষিণ চীন সাগরে চারটি মার্কিন রণতরী মোতায়েন করা হয়েছে, যা মোটেও ভাল চোখে দেখছে না বেইজিং।এবছরের শেষে বঙ্গোপসাগরে নৌ-মহড়ায় অংশ নিতে চলেছে ভারত, আমেরিকা এবং জাপান। চীন বিরোধী শক্তিকে একজোট করতে সেই মহড়ায় অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ জানানো হবে বলে খবর। ফাইনাল মহড়ার আগে এদিনেরটা ছিলো সেমিফাইনাল। সেখানে মূলত ইন্দো-মার্কিন নৌবহর অংশ নিলেও পরে সেখানে অংশ নেয় জাপান।