জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ ভ্যাকসিনের অনুমোদন দিলো ভারত
কলকাতা টাইমসঃ
জনসন অ্যান্ড জনসনের তৈরি কোভিডের সিঙ্গেল ডোজের ভ্যাক্সিনকে জরুরি ভিত্তিতে অনুমোদন দিলো ভারত। আজ শনিবার এক টুইট বার্তায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া জানান, ‘ভারত সরকার জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজের ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে। বর্তমানে ভারতের হাতে পাঁচটি করোনা ভ্যাকসিন রয়েছে। মহামারির বিরুদ্ধে লড়াই এবার আরও জোরদার হবে।’
প্রসঙ্গত, গত ৫ আগস্ট ভারতে জরুরিভিত্তিতে এই ভ্যাকসিন ব্যবহারের অনুমতি চায় জনসন অ্যান্ড জনসন। জানা যাচ্ছে, হায়দরাবাদের বায়োলজিক্যাল ই-লিমিটেডের সঙ্গে যৌথভাবে ভারতে এই ভ্যাকসিন উৎপাদন করবে এই মার্কিন সংস্থা। জনসনের দাবি, তাদের সিঙ্গেল ডোজ ভ্যাকসিন করোনার ডেল্টা ভেরিয়েন্টকে রুখতে সক্ষম।