চীন, নেপাল এবং ভুটান সীমান্তে ব্যাপক পরিমানে সেনা মোতায়েন শুরু করলো ভারত

কলকাতা টাইমসঃ
লাদাখে চীনা আগ্রাসনের পর এবার ইন্দো-চীন সীমান্তবর্তী অঞ্চল ছাড়াও নেপাল এবং ভুটান সীমান্তেও অতিরিক্ত সতর্কতা জারি করলো ভারত। একই সঙ্গে সীমান্তের বিস্তীর্ন এলাকা জুড়ে ব্যাপক পরিমানে সেনা মোতায়েনের প্রস্তুতি শুরু করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ধারণা গত শনিবার ঘটে যাওয়া চুসুলের ঘটনা চীনের তরফে বিভ্রান্ত করার কৌশল হতে পারে, যে কারণে ভারতীয় সেনা বাহিনীকে অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে।
ভারত, চীন এবং তিব্বতের সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ অঞ্চল রয়েছে সিকিমে। সেখানেও ব্যাপক পরিমানে সেনা মোতায়েন করেছে ভারত। একই ভাবে সতর্ক করা হয়েছে ডোকলামে অবস্থিত ভারতীয় সেনাকেও। এখানেই তিন বছর আগে ভারতীয় সেনাবাহিনী এবং চীনের পিপলস লিবারেশন আর্মি দীর্গদিন একে অন্যের চোখে চোখ রেখে দাঁড়িয়ে ছিল।
কয়েক মাস যাবৎ ভারতীয় সেনা সুরক্ষা বল এবং নেপালি বাহিনীর মধ্যে বেশ কয়েকটি সংঘর্ষের খবর পাওয়া গেছে। উত্তর প্রদেশের পিলিভিট এলাকায় নেপালের কর্মকান্ড দেশের মধ্যে যথেষ্ট উত্তেজনা তৈরী করেছে। নেপাল সংলগ্ন ইন্দো-তিব্বত সীমান্ত এবং কালাপানি অঞ্চলে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে।