সতর্ক চীন: লাদাখে ৪৭ টি অত্যাধুনিক সেনা আউটপোস্ট তৈরী করলো ভারত
কলকাতা টাইমসঃ
লাদাখে ভারত চীন সীমান্তে আরও ৪৭ টি সেনা আউটপোস্ট তৈরী করলো ভারত। আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা সহ প্রশিক্ষিত সেনা মোতায়েন করে প্রকারন্তরে চীনকে কড়া বার্তা দেওয়ার জন্যই এই পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞমহল। এর আগে, সীমান্তে একাধিক রাস্তা এবং প্রচুর সেতু নির্মাণ করে চীনকে যথেষ্ট সমঝে দেওয়া গিয়েছে বলেই মনে করছে নরেন্দ্র মোদি প্রশাসন।
সীমান্তে দ্রুত পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি গত দেড় মাসে ১২ টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ‘ডিআরডিও’। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও প্রতিরক্ষা সচিব মার্ক এসপার খুব শীঘ্রই ভারত সফরে আসতে চলেছেন বলে খবর পাওয়া যাচ্ছে।